ওয়াল্ড ভিশনের উদ্যোগে পূর্বধলায় পিএসসি ও জেএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তিলক রায় টুলু পূর্বধলা থেকেঃ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
পুর্বধলায় ২০১৫ সালের পিএসসি ও জেএসসি পরীৰায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বুধবার বেসরকারী সংস’া ওয়ার্ল্ড ভিশননের পক্ষ থেকে সংবধনা দেয়া হয়েছে।
এ উপলৰ্যে উপজেলা অডিটোরিয়ামে এডিপির ভারপ্রাপ্ত ম্যানেজার মারটিন মানখিনের সভাপতিত্বে সংবধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহেদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, সাংবাদিক শফিকুল ইসলাম শাহীন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিবি শিক্ষা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মার্শেল রংদি, প্রকল্প সুপার ভাইজার রাজেদুল আলম, পূর্বধলা জে এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, খোকন রিসিল, শিক্ষার্থী স্মৃতি আক্তার, অনন্ত সরকার প্রমুখ।
শেষে ২০১৫ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, মূল্যবান বই ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।