ত্রিশালে ৪দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প সমাপ্ত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সের আয়োজনে ৪দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। ৪দিনের ক্যাম্পে উপজেলার প্রায় ১২শ’ রোগীকে বিনামূল্যে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করে ২৪জন রোগী ক্যান্সারে আক্তান্ত বলে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১৮জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ৬জনকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়াও স্তন ক্যান্সারে আক্তান্ত ৪জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত সকল রোগীদের বিনামূল্যে সকল পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিহুর রহমান জানান, শুধুমাত্র বিবাহীতা ৩০ বছরের উর্দ্ধের সকল মহিলাদের জরায়ু মুখ পরীক্ষা ও স্তন ক্যান্সার পরীৰা করে চিকিৎসা প্রদান করা হয়। ৪দিনের ক্যাম্পে উপজেলার প্রায় ১২শ’ রোগীকে বিনামূল্যে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে ২৪জন রোগী ক্যান্সর আক্তান্ত বলে সনাক্ত করা হয়। তিনি আরো জানান, প্রতি রোববার মহিলাদের জরায়ু মুখ পরীৰা ও স্তন ক্যান্সার পরীৰা করে চিকিৎসা প্রদান করা হবে।