| সকাল ৯:৩৫ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে সাংবাদিকের বাড়ীতে দুঃসাহসিক চুরি

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
নেত্রকোনার দুর্গাপুরের আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি বিজন কৃষ্ণ রায়ের গ্রামের বাড়ী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের ঐতিহ্যবাহী রায় বাড়ীতে পারিবারিক মন্দির থেকে প্রায় লক্ষাধীক টাকার পুজার সামগ্রী বুধবার রাতে চুরি করে নিয়ে যায়।
সাংবাদিক বিজন কৃষ্ণ রায়ের বড়ভাই অভিভাবক বিমল কৃষ্ণ রায় জানান, উনার তিনপুরুষ পূর্ব থেকে উক্ত মন্দিরে দূর্গাপূজাসহ বিভিন্ন পূজা অর্চ্চনা হয়ে আসছিল। গত বুধবার গভীর রাতে কোন এক সময় কে বা কাহারা আমাদের মন্দিরের পূজা অর্চ্চনার সকল বাসনপত্র সহ সকল সামগ্রী চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেন। এ ব্যাপারে মামলার প্রস’তি চলছে। উল্লেখ্য, এলাকাবাসীর ধারনা অবৈধ ভারতীয় অবাধ তথ্য-প্রযুক্তির অপব্যাবহারে “তীর কাউন্টার” নামক অভিনব বৈদেশীক জুয়া খেলাই এলাকায় চুরির হার বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৮ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০১৬