কিশোরগঞ্জে দুর্যোগে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়
কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
দুর্যোগ ব্যবস’াপনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন পপি’র দুর্যোগ ব্যবস’াপনা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের রথখলা এলাকার প্রকল্প কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক সুবীর বসাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। এতে দুর্যোগকালীন মানবিক বিষয়সমূহ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস’াপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. সাইফুল কুদ্দুস। আলোচনায় দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উলৱাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নূর মোহাম্মদ, মনির্বজ্জামান খান চৌধুরী সোহেল, নজর্বল ইসলাম নূর্ব প্রমুখ অংশ নেন।