| রাত ৯:৩৪ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেইসবুকে মেয়রসহ একাধিকের নামে কুরুচীপূর্ণ বক্তব্য দিয়ে অপপ্রচার করায় প্রবীর গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০১৬, বুধবার,

ফেইসবুকের একাধিক আইডি ব্যবহার করে ময়মনসিংহ পৌরসভার মেয়রসহ স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচীপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ী প্রবীর বসাককে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ ডিবি পুলিশ মঙ্গলবার রাতে তাকে শহরের ১১ নং দূর্গাবাড়ী রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করে। এ সময় প্রবীর বসাকের ব্যবহৃত কম্পিউটার, সিডি, মোবাইলের সীম জব্দ করে। গ্রেফতারকৃত প্রবীর বসাক শহরের দূর্গাবাড়ী রোডের রাজিব পেপার হাউজের মালিক।
ডিবি পুলিশসহ একাধিক তথ্যে জানা গেছে, দূর্গাবাড়ী রোডের রাজিব পেপার হাউজের মালিক প্রবীর বসাক দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনের নামীয় ফেবইসবুকে সাইবার ক্রাইম এর মাধ্যমে ঢুকে আইডি ও নাম পরিবর্তন করে নিজেই নানা লোকের নামে অপপ্রচার করে আসছে।
এ কৌশলে প্রবীর বসাক গত কয়েক মাস ধরে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জজকোর্টের জিপি এডভোকেট আনোয়ার হোসেন খান ও বাকৃবির সাবেক ভিসি প্রফেসর ডঃ আনোয়ারুল ইসলাম ও ৩৬ বাড়ী কলোনীর সোহেল গনিসহ একাধিক সম্ভ্রান্ত পরিবারের লোকজনের নামে কুরুচীপূর্ণ, মানহানীকর লেখা নিজেই লিখে পোষ্ট করে আসছে। এ সমস্ত বিভ্রান্তিকর লেখা প্রবীর বসাক তাঁর নামে খোলা ১০/১২টি ফেইসবুকে প্রথমে নিজে লাইক বা শেয়ার করে আসছে। যা পরে বিভিন্ন কৌশলে একাধিক লোক বা ফেইবুকধারীদেরকে অবহিত করে ব্যাপক হারে প্রচার করে সম্মানহানী করে আসছে। এ ঘটনায় সোহেল গনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০১৩ এর ৫৭ ধারায় মামলা নং ৪২ তাং ১৪/৩/২০১৬ দায়ের করে।
মামলায় সোহেল গনি উল্লেখ করেন তাঁর আইডি পরিবর্তন করে সোহেল হক, সোহেল পারভেজ, কিং কর্তব্য বিমুঢ় ময়মনসিংহ, হারানো কণ্ঠস্বর গর্জন আইডি ক্লোডি স্কাই, ময়মনসিংহ মহানহর, ময়মনসিংহের সত্য কথা, পৌরসভার সাতকাহন, ব্যবসায়ী আওয়ামীলীগসহ নানা ধরণের মন্তব্য লিখে পোষ্ট করে।
এমনকি মেয়র টিটুর বিরুদ্ধে ব্যক্তিভাবে অশ্লীল, মিথ্যা ও কুরুচীকর তথ্য দিয়ে ফেইসবুকে প্রচার করে। উল্লেখিত মামলাটি গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে ডিবি তদন্ত শুরু করে। ডিবি পুলিশের আইটি বিশেষজ্ঞ এস আই মফিজুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার এবং ফেইসবুকে পোষ্ট করা বিভিন্ন কমান্ড পর্যালোচনা করে মঙ্গলবার রাতে প্রবীর বসাককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রবীর পুলিশের কাছে তাঁর অপরাধের কথা সী্বকার করেছে। পুলিশের আইটি বিভাগ তাঁর নামে কমপক্ষে ১১টি ফেইসবুক আইডি পাওয়ার কথা জানায়। যা দিয়ে প্রবীর বসাক নানা লোকের নামে অপপ্রচার করে আসছে। পাশাপাশি অন্যদের নামীয় ফেইসবুক প্রবেশ করে নাম পরিবর্তন করে নিজের লেখা পোষ্ট করে মানুষজনকে বেকায়দায় ফেলছে। ###

সর্বশেষ আপডেটঃ ১০:১৭ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০১৬