শেরপুরের নালিতাবাড়ীর ১২ ইউপির নির্বাচনে আ’লীগ ৮, আ’ লীগ বিদ্রোহী ২, বিএনপি বিদ্রোহীসহ ২ টিতে জয়লাভ

শেরপুর প্রতিনিধি: ২৩ মার্চ ২০১৬, বুধবার,
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ ৮, আওয়ামী লীগের বিদ্রোহী ২, বিএনপি ১, বিএনপি’র বিদ্রোহী ১ টিতে জয়লাভ করেছেন।
নির্বাচিতরা হলেন- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ মিয়া ২,৯২১ ভোট ও নন্নী ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী একেএম মাহাবুবুর রহমান ৩,১৯৬, রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগের ফার্বক আহমেদ ৬,৬৩২, নয়াবিল ইউনিয়নে বিএনপির মো.ইউনুস আলী দেওয়ান ৩,৬৪৫, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. খোরশেদ আলম ৪,৫৩২, কাকরকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুলৱাহ তালুকদার মুকুল ৪,৪৩৫, নালিতাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের আসাদুজ্জামান আসাদ ২,৮৫৯, রূপনারায়ণকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান ৩,০১০, যোগানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের হাবিবর রহমান হাবি ৩,৮৬৫, মরিচপুরান ইউনিয়নে আওয়ামী লীগের শফিক আহাম্মেদ ৫,৯৩৯, বাঘবেড় ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুস সবুর ৪,৩০০, কলসপাড় ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবুল কাশেম ৩,৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।