| সন্ধ্যা ৭:২৮ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় দাফনের ৫দিন পর কবর থেকে লাশ উত্তোলন

 

ফুলবাড়িয়া ব্যুরো অফিস : ২৩ মার্চ ২০১৬, বুধবার,

থানায় হত্যা মামলা করায় দাফনের ৫দিন পর খোদেজা বেগম (২৫) নামের এক মহিলার অর্ধ গলিত লাশ আজ বুধবার দুপুরে কবর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রাম নগর গ্রামে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বনানী বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব উপসি’ত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৮মার্চ যৌতুকের জন্য খোদেজার স্বামী মো. নজর্বল ইসলাম বেধড়ক মারপিঠ করলে মুমুর্ষ অবস’ায় আছিম ইউপি স্বাস’্য কমপেৱক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ১৯মার্চ সকাল ৯টায় তার মৃত্যু হয়। দিনগত রাত ৩টার দিকে তড়িঘড়ি করে স্বামীর বাড়ীতে খোদেজাকে দাফন করা হলে ২১মার্চ নিহতের বড় ভাই মো. খলিল বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা র্বজু হয়। থানার সেকেন্ড অফিসার এস আই আবুল খায়ের কে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়। নিহত খোদেজার র্বমা (৯) ও জিহাদ (৭) নামের ২টি শিশু সন্তান রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাজনিত ঘটনা।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৪ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০১৬