পূর্বধলায় জনতার হাতে ২ প্রতারক গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধিঃ ২৩ মার্চ ২০১৬, বুধবার,
মঙ্গলবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে প্রতারনার অভিযোগে দুই প্রতারক কে জনতা আটক করে পূর্বধলা পুলিশের কাছে সোর্পদ করেছে ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রহমান জানান বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজারে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দেয়ার নাম করে অর্থ আদায়ের সময় জনতা ২ প্রতারককে আটক করে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। গেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার দুলাদিয়া গ্রামের সামছুল হকের পুত্র হুময়ুন এবং মুক্তাগাছা উপজেলার খুপসিয়া গ্রামের আঃ কুদ্দুছের পুত্র হার্বন অর রশীদ। পূর্বধলা থানায় তাদের বির্বদ্ধে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।