বাঙ্গালী জাতি চির দিন জননেতা রফিক ভূইয়াকে স্বরন রাখবে– আনোয়ারুল আবেদীন খান তুহিন
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ২৩ মার্চ ২০১৬, বুধবার,
১৫৪-ময়মনসিংহ- ৯ নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্ম সংস’ান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ময়মনসিংহ জেলার সাবেক গভর্ণর, সাবেক সংসদ সদস্য জননেতা মরহুম রফিক উদ্দিন ভুইয়াকে বাঙ্গালী জাতি চিরদিন স্বরন রাখবে। তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে মরহুম রফিক উদ্দিন ভ’ইয়ার অবদান জাতি কোন দিন ভুলবে না । তিনি নান্দাইল তথা ময়মনসিংহবাসীকে রফিক উদ্দিন ভ’ইয়ার পথ অনুসরন করার আহবান জানান।
মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বুধবার (২৩ মার্চ) জননেতা রফিক উদ্দিন ভ’ইয়া ২০ তম মৃত্যু বার্ষিকী উপলৰে স’ানীয় পাবলিক হলে রফিক উদ্দিন ভ’ইয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এক স্বরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব সরাফ উদ্দিন ভ’ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরন সভায় বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌর সভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভ’ইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আব্দুস ছালাম ভ’ইয়া (বীরপ্রতীক) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির, আওয়ামীলীগ নেতা মোঃ আশরাফ উদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান রিপন প্রমূখ।
স্বরন সভার পূর্বে এক শোকর্যালী অনুষ্ঠিত হয়। স্বরন সভায় রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদে মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। স্বরন সভাটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য কায়সার্বল আলম ফকির কায়সার।#