বাজিতপুরে গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতনঃ অবশেষে হাসপাতালে
বাজিতপুর সংবাদদাতা:২৩ মার্চ ২০১৬, বুধবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে ভান্ডা মিরের গাওঁ গ্রামে গত মঙ্গলবার সকাল ১০.টার দিকে দুলাল মিয়ার স্ত্রী হোসনা আক্তার (২৫) অবশেষে ফাসিঁতে ঝুলে আত্নহত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা ও মেয়ের বাবা আব্দুুুুুল কুদ্দুছ মিয়া বুধবার জানান, গত ৫ বছর আগে তার মেয়েকে জামাতা দুলালের সঙ্গে বিবাহ দেন। বিয়ের পর হতে জামাতা দুলাল মিয়া ১ লাখ টাকা যৌতুক দাবী করেন এবং বিভিন্ন সময় হোসনা আক্তার কে শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে আসছে দীর্ঘ দিন ধরে । শ্বশুর বাড়ীর লোক জনের নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে আত্নহত্যার পথ বেচে নেন। কিন্তু শ্বশুর বাড়ীতে আত্নহত্যা করতে গেলে তার উকিল শ্বশুর সালাহ উদ্দিন দেখে ফেলে। তখন হোসনা আক্তারকে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস’ায় উদ্ধার করার পর মুমূর্ষ অবস’ায় জহুর্বল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গৃহবধু হোসনা আক্তার বর্তমানে অজ্ঞান অবস’ায় ভর্তি রয়েছেন। এ ব্যাপারে হোসনা আক্তারের বাবা মোঃ আব্দুল কুদ্দুছ বাদী হয়ে জামাতা দুলাল মিয়াকে আসামী করে আজ বুধবার বাজিতপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন ।