| সন্ধ্যা ৭:৩১ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তারাকান্দায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রাইভেটকারে আগুন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২৩ মার্চ ২০১৬, বুধবার,

ময়মনসিংহের তারাকান্দা বুধবার ভোর রাতে দৃবৃর্ত্তরা এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়ির প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। পেট্রোল বোমার আগুনে একটি প্রাইভেট-কার পুড়ে গেছে। পুলিশ ও চেয়ারম্যান প্রার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ আলী খানের বাতুয়াদী গ্রামের বাড়ির প্রধান ফটকে দৃবৃর্ত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাড়ির প্রধান ফটকের কাছে থাকা তার ব্যবহৃত প্রাইভেট-কার পুড়ে যায়। আহাম্মদ আলী খান জানান, আগুনের লেলিহান দেখে বসত ঘর থেকে বেরিয়ে আসে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজাহারুল হক বলেন, পুলিশ ঘটনাস’লে পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন- লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৭:০৭ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০১৬