ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় ময়মনসিংহে রাজিব পেপার্সের মালিক প্রবীর আটক

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০১৬, বুধবার,
তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী রাজিব পেপার্সের মালিক প্রবীর বসাককে (৪০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে নগরীর দুর্গাবাড়ি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ফেসবুকে সম্মানিত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ভুঁয়া আইডি থেকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গত ১৪ মার্চ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল গণি বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।##