| সকাল ৯:৩৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুর ১০টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ৪ ও বিএনপি’র ৫ নির্বাচিত ঃ স্থগিত ১

 

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০১৬, বুধবার,
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের ৪ জন এবং বিএনপি’র ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বিএনপি’র একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া ৪নং সিংহেশ্বর ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাই হওয়ায় একটি কেন্দ্র স্থগিত করায় ফলাফল ঘোষণা হয়নি। এই ইউনিয়নে বিএনপির বিদ্রোহী ডাঃ আব্দুল মোতালেব (ঘোড়া) এগিয়ে রয়েছেন।
৯টি ইউনিয়নে নির্বাাচিতরা হলেন-১নং ছনধরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোঃ উবায়দুল হক (নৌকা), ২নং রামভদ্রপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন (ধানের শীষ), ৩নং ভাইটকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলা উদ্দিন আহমদ (নৌকা), ৫নং ফুলপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম (চশমা), ৬নং পয়ারী ইউনিয়নে বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম (ধানের শীষ), ৭নং রহিমগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু ছাইদ সরকার (নৌকা), ৮নং রূপসী ইউনিয়নে বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (ধানের শীষ), ৯নং বালিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান আজাহার্বল মোজাহীদ সরকার (ধানের শীষ), ১০নং বওলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান হার্বন অর রশীদ (নৌকা)। ।

সর্বশেষ আপডেটঃ ১:২৭ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০১৬