| সকাল ৯:০১ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউপি নির্বাচন খালিয়াজুরীতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার,

ইউনিয়ন পরিষদ নির্বাচনের মঙ্গলবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবু কাউসার নামে একজন নিহত হয়েছেন।
জানা গেছে, জেলার খালিয়াজুরী সদরের আধাউড়া কেন্দ্রে ভোট গ্রহন শেষে গণনা শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আবু ইসহাকের সমর্থকরা জোর করে ভোট কেন্দ্রের ভিতর প্রবেশের চেষ্টা করে। এ সময় উপসি’ত লোকজনের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পুলিশের সাথে তাদের ধাক্কা ধাক্কি শুরু হয়। প্রথমে পুলিশ এক রাউন্ড সর্টগানের গুলি ছুড়ে। পরে পরিসি’তি উত্যপ্ত হয়ে উঠলে পুলিশ পরিসি’তি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম আবু ইসহাকের ভাই কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ভোট কেন্দ্রে গোলযোগের সৃষ্টি হলে পরিসি’তি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি কয়েক রাউন্ড ছুড়ে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | মার্চ ২২, ২০১৬