ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে ১০ ঘর পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজতুলন্দর গ্রামে অগ্নিকান্ডে ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওই গ্রামের কাদিরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে একই বাড়ির জসিম উদ্দিন, মতি, হাবিব, কাদির, সাদেক, লিটন এবং সুজন মিয়ার ৬টি বসত ঘর ৩টি গোয়াল ঘর ও ১টি রান্নাঘর সহ মোট ১০টি ঘর ও এক লক্ষ টাকা পুড়ে যায় । অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা বলে স্থানীয়রা জানান ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার ঘঠনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুকনোজ্জামান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।