ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর স্পট মিটারিং এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন
সিরাজুল হক সরকার, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহ পলৱী বিদ্যুৎ সমিতি -১ এর আওতায় ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের নিমতলা এলাকায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে সংযোগ প্রত্যাশিদের শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। পলৱী বিদ্যুৎ সমিতির যৌথ টিমের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। সমিতির কর্মকর্তাগণ একই স্পটে বসে সদস্য করণ, সদস্য গ্রাহক জামানত সাপেৰে তাৎৰনিক মিটার প্রদান ও বিদ্যুৎ সংযোগ করে দেন। গতকাল মঙ্গলবার সকাল ৮ থেকে নিমতলী গ্রামে বসে সমিতির হিসাব বিভাগ, প্রকৌশলী শাখা, ওয়ারিং পরিদর্শন বিভাগ ও বিদ্যুৎ সংযোগ কাজে নিয়োজিত লাইনম্যানদের একটি টিম এ যৌথ কাজে অংশ নেন। গতকালই স্পট মিটারিং এ শতাধিক গ্রাহকের মাঝে কোন ভোগান্তি ছাড়াই একদিনে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সাধারণ জনগণের মাঝে আনন্দের জোয়াড় বইছে। সন্ধ্যার পর যে গ্রামটি অন্ধকার থাকত সে গ্রামে বিদ্যুতের আলোর ঝলকানিতে আনন্দের হাসি হাসছে। ইতিপূর্বে অত্র ইউনিয়নে ঝাপাড়কান্দা গ্রামে দশ কিমি বিদ্যুৎ লাইনের মাধ্যমে ৬ শতাধিক গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার পরিচালক হাসান তারেক মুক্তা জানান, চলতি বছরে অত্র ইউনিয়নে ছোটখাট যে সব অংশ বিদ্যুতায়নে বাকি রয়েছে তা শেষ করা হবে। স্পট মিটারিং টিমের প্রকৌশলী নিখিল চন্দ্র সাহা ,হিসাব রৰক মাহবুবুর রহমান, ওয়ারিং পরিদর্শক সৈয়দ আলামিন, খামার বাজার কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম তারা জানান , স্পট মিটারিং এর মাধ্যমে কাজ হলে গ্রাহকদের ভোগান্তির কোন সম্ভাবনা নাই। এক জায়গায় বসেই গ্রাহকের আবেদন, জামানত গ্রহণ,পরিদর্শন ও সংযোগের কাজ তাৎৰনিক সম্পূর্ন করে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে থাকে।