| রাত ৩:০৪ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফলোআপ বিদ্যুৎ সংযোগ মিললো ঠিকই কিন্ত কৃষকের পুড়ে যাওয়া ক্ষতির দায় নেবে কে?

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার
ময়মনসসিংহের ঈশ্বরগঞ্জে “একটি সেচ মিটারে সংযোগ বিচ্ছিন্ন থাকায় ১০ একর বোরো জমি রোদে পুড়ে ছাই। ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর  মঙ্গলবার সকালে বিকল ট্রান্সফরমারটি মেরামতের পর সংযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, প্রায় দুই মাস ধরে উপজেলার আশ্রবপুর গ্রামে একটি ট্রান্সফরমার বিকল হলে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটি সেচ মিটারের সংযোগ। মেরামতের টাকা পকেটে নিয়ে অফিসের লোকজনের হাতে পায়ে ধরেও দুই মাস ঘুরে সংযোগটি দিতে না পেরে ওই এলারকার কৃষক গোলাপ মিয়া স্থানীয় সাংবাদিকদের সরণাপন্ন হয়। গত ১৯মার্চ সরেজমিন ঘুরে বিষয়টি নিয়ে ২০মার্চ স্থানীয় সাংবাদিকগণ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলে টনক নড়ে অফিসের কর্মকতাদের। বিষয়টি নিয়ে পলৱী বিদুতের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠকের পর ২২ মার্চ মঙ্গলবার সকালে তড়িঘড়ি করে গ্রাহকদের কাছ থেকে ৫৮হাজার ৭শ ৬৩ টাকার বিনিময়ে ট্রান্সফরমারটি মেরামতের পর সংযোগ দেয়া হয়। এতে ৪১হাজার ৭শ ৬৩টাকা মেরামত ব্যয় ও ১৭হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে গ্রাহকদের। ষ্ট্যাম্পে রাখা হয়েছে স্বাৰর। এ যেন মড়ার উপর খড়ার ঘা। গ্রাহকদের প্রশ্ন যে ট্রান্সফরমারটি দুই মাসেও মেরামত করা সম্ভব হয়নি সেটি ৪৮ঘন্টায় কিভাবে সম্ভব হলো। সংযোগটি বিচ্ছিন্ন থাকায় ১০একর বোরো ফসল যার উৎপাদন লৰ্য ৬শ থেকে ৭শ মণ ধান উৎপাদন ব্যাহত হলো। যার নগদ ব্যয় মূল্য ২ থেকে ৩লাখ এবং মোট সম্ভাব্য উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য আনুমানিক ৫থেকে ৬লাখ টাকা কৃষকের চোখের সামনে পুড়ে ছাই হয়েছে এর দায় নেবে কে? ট্রান্সফরমারটি যদি ১৫দিন আগেও লাগানো যেত তবু এ ৰতির হাত থেকে রৰা পেতো কৃষক। আপাতত ট্রান্সফরমারটির সংযোগ পেয়েছে কৃষক। কথা হলো গ্রাহকদের কাঙ্খিত সেবা মিলবে কি? ঈশ্বরগঞ্জ সাব-জোনাল অফিসটি দালাল মুক্ত হবে কি? সকল ধরনের হয়রানি থেকে মুক্তি মিলবে কি গ্রাহকদের?
বিষয়টি নিয়ে মযমনসিংহ পলৱী বিদ্যুৎ অফিস-৩ এর ঈশ্বরগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) গোলজার আহমেদ জানান, ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে মেরামত ও জরিমানার টাকা পরিশোধের পর আশ্রবপুর এলাকায় ট্রান্সফরমারটির সংযোগ দেওয়া হয়েছে। ১৭হাজার টাকা জরিমানা ও ৪১হাজার ৭শ ৬৩টাকা মেরামত ব্যয় রাখা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০২ অপরাহ্ণ | মার্চ ২২, ২০১৬