ফুলপুরে চেয়ারম্যান পদপ্রার্থীকে আটক ১০হাজার টাকা জরিমানা প্রতিবাদে তারাকান্দায় সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের ফুলপুরে আওয়ামীলীগের দলীয় এক চেয়ারম্যান পদপ্রার্থীকে আটকের প্রতিবাদে তারাকান্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকরা। অবরোধের কারণে ময়মনসিংহ-শেরপুর ও হালুয়াঘাট সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আবদুল হামিদ জানান, আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ফুলপুরের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে পালানোর সময় পয়ারী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল কবিরকে আটক করে পুলিশ। এই আটকের প্রতিবাদে তাঁর সমর্থকরা তারাকান্দায় উপজেলা সদরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আবদুল হামিদ জানান, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অনধিকার কেন্দ্রে প্রবেশের দায়ে আটককৃত এনামুল কবিরকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে। জরিমানার টাকা পরিশোধ করে এনামূল ছাড়া পান।