| সকাল ৯:৫৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে মানববন্ধন

মাসুম বিল্লাহ্‌, দুর্গাপুর(নেত্রকোণা) ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার,
জেলার দুর্গাপুরে উপজেলা পরিষদ সংল‎গœ বিজয় উল্লাস চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর নেতৃত্বে װআই.সি.সির ষড়যš্ত্র আমরাই করবো শেষ এই শ্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেন ক্রিকেট প্রেমি স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ বিভিনœ শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে তাসকিন ও আরাফাত রহমান সাণির বোলিং এ্যাকশান অবৈধ ঘোষনার প্রতে আই.সি.সির ষড়যšন্ত্রের  প্রতি ঘৃনা জানিয়ে বক্তব্য রাখেন , সাজ্জাদুর রহমান, হারুণ পলাশ, হাবিবুর রহমান হাবিব, প্রসেনজিৎ দাস, পাভেল চেŠধুরী প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৮ অপরাহ্ণ | মার্চ ২২, ২০১৬