| রাত ৯:৪৫ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে

ফাহিম মোঃ শাকিল:
ময়মনসিংহের ফুলপুর ১০টি ইউনিয়ন পরিষদের ৯৫টি কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
দুই একটি কেন্দ্রে কিছুটা দেরি হলেও অধিকাংশ কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
উপজেলার ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ২৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ১৮৪ জন এবং মহিলা ৯৯ হাজার ৮৩৯ জন।
সুষ্টু নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সার্বিকক্ষণিক ৩ জন পুলিশ ও ১৭ জন আনসার নিয়োগ দেয়া রয়েছে। এছাড়াও ৪জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৪টি স্ট্রাইকিং ফোর্স তৈরি আছে।
৪নং সিংহেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মোঃ শাহা আলী (নৌকা),বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার (ধানের শীষ) এবং স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী ডাঃ আব্দুল মোতালেব (ঘোড়া)।
৪নং সিংহেশ্বর ইউনিয়নের এক কেন্দ্রে ভোট দিতে আসা এক তরুন আরিফ(২১) জানান, সে এবার প্রথম ভোটার, কারো কথা না শুনে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে।

এক প্রিজাইডিং অফিসার জানান, শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট চলছে। উৎসবের আমেজে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সর্বশেষ আপডেটঃ ১:২১ অপরাহ্ণ | মার্চ ২২, ২০১৬