সকল প্রস্তুতি সম্পন্ন কাল মঙ্গলবার ফুলপুর উপজেলার ১০ইউনিয়নে নির্বাচন
মতিউল আলম , ২১ মার্চ ২০১৬, সোমবার
আজ মঙ্গলবার ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার রাত থেকে বিভিন্ন ধরনের প্রচারণা বন্ধ হয়ে গেছে। উপজেলার ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ২৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ১৮৪ জন। মহিলা ৯৯ হাজার ৮৩৯ জন। সুষ্টু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সকল প্রস্ততি সম্পন্ন করেছেন। পুলিশ প্রশাসন জানায়, প্রতিটি ভোট কেন্দ্রে সার্বিকক্ষণিক ৩ জন পুলিশ ও ১৭ জন আনসার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ২৪ জন , মোট ৫২০ পুলিশ, ১৬১৫ জন আনসার, ৪জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৪টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। পুলিশ সুপার মঈনুল হক জানান, সুষ্টু নির্বাচনের পুলিশ সকল প্রস্তুতি গ্রহণ করেছে । ১০টি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন ১নং ছনধরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মোঃ উবায়দুল হক (নৌকা), বিএনপি প্রার্থী আবু বকর সিদ্দিক (ধানের শীষ), জাতীয় পার্টির জুলহাস উদ্দিন আহমেদের (লাঙ্গল) মধ্যে ত্রিমুখী লড়াই হবে।
২নং রামভদ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ দুদু মিয়া (নৌকা), বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকনের (ধানের শীষ) লড়াই হবে। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র ইব্রাহিম খলিল (আনারস)।
৩নং ভাইটকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলা উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি প্রার্থী আবদুল আহাদ (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আমিনুল হক বাবুল (আনারস), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল ইসলাম রিপনের (ঘোড়া) সমান তালে ভোট যুদ্ধ হবে।
৪নং সিংহেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ মোঃ শাহা আলী (নৌকা) , বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার (ধানের শীষ), স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী ডাঃ আব্দুল মোতালেব (ঘোড়া), আবুল বাসার মুহাম্মদ মামুন (আনারস), এমদাদুল ইসলাম (লাঙ্গল)। তবে এখন পর্যন- বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর মাঝেই ভোট যুদ্ধ হবে।
৫নং ফুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন :- আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান রানা (নৌকা), স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার (আনারস), রেজাউল হক ফকির রাসেল (মোটর সাইকেল), বিএনপি প্রার্থী মাদিউর রহমান মাহাদী (ধানের শীষ), স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম (চশমা), মোঃ আবুল কালাম (ঘোড়া), জাতীয় পার্টির মাহফুজুর রহমান (লাঙ্গল)। তবে গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত সাংবাদিক জাহাঙ্গীর আলম এখন পর্যন- ভোট যুদ্ধে এগিয়ে রয়েছেন।
৬নং পয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন :- আওয়ামী লীগ প্রার্থী মোঃ এনামুল কবির (নৌকা), বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আবু মন্নাফ (আনারস), হাবিবুর রহমান হাবিব (ঘোড়া)।
৭নং রহিমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ একরামুল হোসেন চৌধুরী (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান শামছুল আলম খান (আনারস), আওয়ামী লীগ প্রার্থী আবু ছাইদ সরকারের (নৌকা) ত্রিমূখী লড়াই হবে।