ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক বন দিবস পালিত
এএইচএম মোতালেব : ২১ মার্চ ২০১৬, সোমবার,
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন লি:(বিটিসিএল) ইঞ্জিনিয়ার জয়নাল আবদিন, স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরৰক আব্দুল ওদুদ ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক প্রদীপ কুমার ভৌমিক, ময়মনসিংহ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা সেলিমা আজাদ, পৌর কাঁচা বাজার বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মানিক মিয়া, সাংবাদিক, বৃৰপ্রেমিক এ এইচ এম মোতালেব, বিউটি পার্লার প্রশিৰক মুনিয়া আজাদ, ময়মনসিংহ সদর রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া আহম্মদ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ ই জীবন, গাছই কেবল পারে পৃথিবীতে সবুজ বেষ্টনীর মাধ্যমে শান্তির ছায়া প্রতিষ্ঠা করা সম্ভব।তাই আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টা দিয়ে অধিক হারে বৃৰরোপনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ার শপথ নেই। অনুষ্ঠান শেষে ফলজ ডে ফল ও জলপাই গাছ রোপনের মাধ্যমে দিবসটির উদ্যাপন করা হয়।