| দুপুর ২:২১ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ভাংচুর ॥ প্রাণনাশের হুমকি

 

স্টাফ রিপোর্টার, ২১ মার্চ ২০১৬, সোমবার,

শহরের মাসকান্দার জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে হামলা ভাংচুরসহ হুমকির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করা হয়েছে। গত মার্চ সকালে রফিকুল ইসলাম রতন নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগে দাবী করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মিয়া। উল্লেখিত অভিযোগ তদন্তকারী এস আই আক্রাম হোসেন ঘটনার সত্যতা পাওয়ার কথা স্বীকার করেছেন। অভিযোগে জানা গেছে, রফিকুল ইসলাম রতন নামের এক ব্যাক্তি ৪/৫জন লোক সাথে নিয়ে গত ১৯ মার্চ সকাল ১০টার দিকে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বেআইনীভাবে প্রবেশ করে। এ সময় তাঁরা অফিসকক্ষে ত্রাস সৃষ্টি করে প্রধান শিক্ষককে খুন জখমের ভীতি প্রদর্শন করে টেবিলের গ্লাস সহ বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করে। এতে প্রায় ৩ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস’ হয়। এ সময় চক্রটি তাকে চাকুরী ছেড়ে অন্যত্র চলে যেতে প্রকাশ্য খুন ও লাশ গুমের হুমকি দেন। বিদ্যালয় চলাকালীন সময়ে চক্রটির এ ধরণের ত্রাস সৃষ্টি, হামলা ভাংচুরের ঘটনায় শিক্ষক/শিক্ষিকাগন আতংকগ্রস’ হয়ে পড়ে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ে দৌড়ে এদিক সেদিক পালিয়ে যায়। প্রধান শিক্ষক ফজলুর রহমান আরো জানান, তাঁর চাকুরীর মেয়াদ গত ২০ মার্চ বিধিমোতাবেক শেষ হওয়ার আগেই বিদ্যালয়ের বৃহৎ স্বার্থে বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁকে ২ বছরের জন্য চাকুরীর মেয়াদ বর্ধিত করায় ক্ষিপ্ত হয়ে চক্রটি এ ঘটনা ঘটায় বলে তিনি দাবী করেন। তিনি আরো বলেন, ভাংচুরসহ হুমকির ঘটনায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের দাবীতে চক্রটি লোক মারফত তাকে হুমকি দিচ্ছেন। ফলে তিনি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও দাবী করেন। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস’ার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৭ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৬