| দুপুর ১:৪২ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকা থেকে শিশু অপহরণের ১দিনপর নেত্রকোনা থেকে উদ্ধার ॥ গ্রেফতার-২

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ ২১ মার্চ ২০১৬, সোমবার,

ভা্‌লুকা উপজেলার হবিরবাড়ি ড্রাইভার পাড়া থেকে ৬ বছরের শিশু নাসরিন কে অপহরণের ১দিন পর নেত্রকোনা সদর থেকে গকাল সোমবার সকালে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে । থানা ও পরিবার সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মদন উপজেলার জঙ্গলটেংগা গ্রামের নাসির উদ্দিন তার পরিবার নিয়ে উপজেলার হবিরবাড়ি ড্রাইভার পাড়া এলাকায় বাসা ভাড়া থেকে ২ সহযোগী নিয়ে রাজমিস্ত্রী কাজ করত। গত ১৯ মার্চ সকালে নাসির উদ্দিনের ২সহযোগী নেত্রকোনার বারহাট্টা উপজেলার আঃ বারী (২৮) ও রকিব (৩০) তার শিশু কন্যা নাসরিন কে অপহরণ করে নেত্রকোনায় নিয়ে যায়। পরে অপহরণকারীরা নাসিরউদ্দিনের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। টাকা না দিলে নাসরিন কে গুম ও খুনের হুমকি দেয়। এ ঘটনায় নাসির উদ্দিন ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নেত্রকোনা থানা পুলিশের সহযোগিতায় গতকাল সোমবার সকালে নাসরিনকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি (নং ৩০ তাং ২১/৩/২০১৬ ) মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৪ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৬