মুক্তাগাছায় নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২১ মার্চ ২০১৬, সোমবার,
মুক্তাগাছার পাথালিয়া গ্রামে নারী নির্যাতন ও সন্ত্রাসী মামলায় সাজা প্রাপ্ত আসামী আসাদুজ্জামান ওরফে সমাজ (৩০) প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ একাধিকবার আসামী ধরেও রহস্যজনক কারনে ছেড়ে দিয়েছে বলে মামলার বাদী অভিযোগ করেছেন।জানা যায় উপজেলার পাথালিয়া গ্রামের সোহরাব আলীর কন্যা আসমা খাতুন এর একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র আসাদুজ্জামানের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামী আসাদুজ্জামান নানা অজুহাতে তাকে নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে যায়। এ নিয়ে ময়মনসিংহ বিজ্ঞ পারিবারিক আদালতে মামলা হলে আদালত আসাদকে ৩ মাসের জেল, কাবিন ও ভরণপোষণ বাবদ এক লাখ ৪৮ হাজার টাকা জরিমানা কওে ডিক্রি জারি করেন। অদ্যাবধি আসাদুজ্জামান উক্ত টাকা পরিশোধ করেননি। পুলিশের তালিকায় সে পলাতক ফেরারী আসামী। অন্যদিকে উক্ত ঘটনায় আসাদুজ্জামান সমাজ ৰিপ্ত হয়ে আসমা খাতুনের ভাই রাসেলকে হত্যা চেষ্টায় লিপ্ত থাকে। গত ১৪/০৬/২০১২ ইং তারিখ পাথালিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিত ভাবে রাসেল ও তার মা আম্বিয়া খাতুনকে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মামলা হয়। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ বারবার গ্রেফতারের চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে উক্ত মামলা থেকে বাঁচার জন্য আসাদুজ্জামানের মা হীরামন নেছা বাদী হয়ে গত ১৬/০২/২০১৬ ইং তারিখ আসমা খাতুনের পরিবারের বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে ১টি মিথ্যা ডাকাতি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করার জন্য ওসি মুক্তাগাছাকে নির্দেশ দেন। এদিকে এ মামলার বাদী হীরামন নেছা সম্প্রতি মারা যান। আসামীরা এলাকাতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানাগেছে। মাঝে মধ্যেই রাসেল ও পরিবারের লোকজনদের মোবাইল ফোনে ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। হুমকির মুখে রাসেল ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের জরুরী হস্তৰেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।