ময়মনসিংহে নবাগত ডিআইজিকে শুভেচ্ছা জানান জেলা আওয়ামীলীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান খান মিল্কী
স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০১৬, সোমবার
আজ ময়মনসিংহ বিভাগীয় পুলিশ রেঞ্জের নবাগত ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন, পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান খান মিল্কী। এসময় উপসি’ত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা দপ্তর সম্পাদক হোসাইন মোঃ বাবু, শহর আওয়ামীলীগের সভাপতি ইঞ্জি: আমিনুল ইসলাম তারা, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার বিল্লু সহ জেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের ২১টি ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ডিআইজি রেঞ্জ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত পরিচিতি পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।