গফরগাঁওয়ে দুই সরকারি হাই স্কুলসহ ১২১ প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন
আজহারুল হক, গফরগাঁও, ২১ মার্চ ২০১৬, সোমবার,
ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির ৯৫৫ জন শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি নির্বাচন করে।
ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিৰক নূর্বল ইসলাম শিকদার জানান, মোট ২০ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়ে। এদের মধ্যে থেকে শিক্ষার্থীরা ৭জন প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এছাড়াও তিনি জানান, প্রার্থীরা নিজ হাতে পোষ্টার লিখে শ্রেনিকৰ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রচারনা চালিয়েছে। শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করাসহ শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লৰ্ক্ষেই মূলত এ ভোট গ্রহন কার্যক্রম। এছাড়াও একই দিনে খায়রুৱাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১২১টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।