শ্রীবরদীতে আচরণ বিধি মানছে না প্রার্থীরা

শ্রীবরদী প্রতিনিধি; ২১ মার্চ ২০১৬, সোমবার,
আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত ইউপি নির্বাচনের আচরণ বিধিমালা মানছে না শ্রীবরদী উপজেলার ৬ ইউনিয়নের প্রার্থীরা। প্রকাশ্যে আচরণ বিধিমালা লঙ্ঘন হলেও স’ানীয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। জানা যায়, শ্রীবরদী উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচন আগামী ৩১শে মার্চ। উপজেলার সিংগাবরুনা, কাকিলাকুড়া, খড়িয়া কাজির চর, শ্রীবরদী সদর, গড়জরিপা ও কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১৪ই মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এতে চেয়ারম্যান পদে ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৩ই মার্চ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় করা হলেও অধিকাংশ প্রার্থীরাই আচরণ বিধিমালা মানছে না। ৬টি ইউনিয়নে যত্রতত্র পোষ্টার লাগাচ্ছে প্রার্থীরা। সভা সমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকলেও প্রতি দিনই প্রার্থীরা মিছিল, সভা সমাবেশ করছে। কয়েকজন প্রার্থী নির্বাচনী অফিসে ভোটারদের মাঝে চা, পান, সিগারেট সহ নগদ টাকা বিতরণ করছে। কয়েকটি ইউনিয়নে প্রভাবশালী প্রার্থীরা মটর সাইকেলের শো-ডাউন করছে প্রতিদিন। ফলে শ্রীবরদীর সচেতন মহলের মাঝে প্রশ্ন উঠেছে আইন থাকলেও যথাযথ প্রয়োগ না থাকায় এমন ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসানের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আচরণ বিধি লঙ্ঘন করলে অবশ্যই ব্যবস’া নেওয়া হবে। আচরণ বিধিমালা তদারকির জন্য ইউএনও সাহেবকে ভ্রাম্যমান আদালতের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে তার সাথে কথা বলুন।