| সকাল ৯:৩২ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউপি নির্বাচন খালিয়াজুরীতে ৫৮ কেন্দ্রের ৪২টিই ঝুঁকিপূর্ণ

নেত্রকোনা প্রতিনিধি ঃ ২১ মার্চ ২০১৬, সোমবার,

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ মঙ্গলবার জেলার খালিয়াজুরী উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়টি ইউনিয়নে ৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪২টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স’ানীয় প্রশাসন। প্রশাসন বলছে এসব ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রে যে কোন অনাকাঙ্কিত পরিসি’তি এড়াতে ওই কেন্দ্রগুলোর জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস’া।
জেলা পুলিশ সুপারের কার্যালয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খালিয়াজুীর উপজেলার মেন্দিপুর, চাকুয়া, খালিয়াজুরি, নগর, কৃষ্ণপুর ও গাজীপুর ইউনিয়নে এবার প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ছয়টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৬৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে নারী ভোটার ৩১হাজার ৪৮১জন ও পুরুষ ভোটার ৩২হাজার ২২ জন। ৫৮টি ভোট কেন্দ্রের বুথের সংখ্যা ১৭০টি।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাতজন পুলিশ ও ২১ জন আনসার সদস্য এবং সাধারণ কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি তিনটি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে পুলিশের বিশেষ দল (স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স) দায়িত্ব পালন করবে।
খালিয়াজুরী ইউএনও মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, নির্বাচনের সকল প্রস’তি সম্পন্ন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের মোবাইল টিমের পাশাপাশি ২৭ সদস্য বিশিষ্ট একটি র‌্যাবের টিম এবং তিন প্লাটুন বিজিবি থাকবে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৬