| সকাল ৮:০৪ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতী’র বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ২১ মার্চ ২০১৬, সোমবার,
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিদ্যালয় গুলোতে গতকাল ২১ মার্চ মঙ্গলবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ১৯টি উচ্চ বিদ্যালয় ও ১১টি মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যথাযথ নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা তেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রিসাইডিং ও পুলিং’র দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি সদস্যের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশ গ্রহণ করে। এ নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দীতার মাধ্যমে ৮জন করে সদস্য নির্বাচিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা শিৰা অফিসার মোঃ নাসির উদ্দিন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদ আকন্দ ভোট চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৭ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৬