ঝিনাইগাতী’র বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ২১ মার্চ ২০১৬, সোমবার,
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিদ্যালয় গুলোতে গতকাল ২১ মার্চ মঙ্গলবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ১৯টি উচ্চ বিদ্যালয় ও ১১টি মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যথাযথ নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টা তেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রিসাইডিং ও পুলিং’র দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি সদস্যের বিপরীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশ গ্রহণ করে। এ নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দীতার মাধ্যমে ৮জন করে সদস্য নির্বাচিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা শিৰা অফিসার মোঃ নাসির উদ্দিন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদ আকন্দ ভোট চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।