| বিকাল ৪:০০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দীর্ঘ ২৬ বছর পর বাকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহ আলম উজ্জ্বলঃ   সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভুমিকা অপরিসীম বিদায় ছাত্র-ছাত্রীদের প্রাতিষ্ঠানকি লেখা পড়ার পাশাপাশি দৈহিক সুস্থতা ও মনন বিকাশে ‘‘সুস্থ দেহে সুন্দর মন’’ এই শ্লোগানে দীর্ঘ ২৬ বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষন বিভাগের উদ্যোগে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে উপাচার্য প্রফেসর ড. আলী আকবর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডীন কাউন্সিলরের আহবায়ক প্রফেসর ড,সাচ্চিদানন্দ দাস চৌধুরী,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জসীম উদ্দিন খান ও প্রক্টর প্রফেসর ড. জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. আলী আকবর লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা দেশের সুশৃংখল ও আর্দশ নাগরিক তৈরীতে বিশেষ ভাবে সহায়তা করে,তাই খেলাধুলা আজ শিক্ষার অপরিহার্য অঙ্গ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক,চারিত্রিক,মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে দক্ষতা-শৌকর্য্য-নৈপুন্য প্রদর্শনের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি,কৃষি,পশু পালন,কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান , কৃষি প্রকৌশলী ও কারিগরি এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের শতাধিক শিক্ষার্থী দৌড়,গোলক ও চাকতী ও বর্শা নিক্ষেপ, লং জাম্প,ট্রিপল জাম্প,হাই জাম্প এবং যেমন খুশী তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। দীর্ঘ ২৬ বছর পর এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ।

সর্বশেষ আপডেটঃ ৩:১৩ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৬