| রাত ১২:৪৯ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খালেদার বক্তব্যকে বিকৃত করছে ‌আওয়ামী লীগ

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‌আওয়ামী লীগ নেতারা বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী করণীয় নিয়ে আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সফল ও সুষ্ঠু কাউন্সিলকে বিকৃত করে আওয়ামী লীগ নেতারা জাতিকে বিভ্রান্ত করছেন। আলাপ-‍আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে কথাই বলেছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা বাদে আগামী নির্বাচন হবে’ বলতে খালেদা বুঝিয়েছিলেন, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২:৩১ অপরাহ্ণ | মার্চ ২১, ২০১৬