‘তাসকিনদের এভাবে বাদ দেয়া অযৌক্তিক’
চারদিন আগে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে ‘অপমানকর’ মন্তব্য করেছিলেন ইয়ান চ্যাপেল। বাংলাদেশের বিপক্ষে শহিদ আফ্রিদির ৪৯ রানের ইনিংস নিয়ে বলেছিলেন, ‘বাংলাদেশের বিপক্ষে বলেই আফ্রিদি এমন ইনিংস খেলতে পেরেছে। বড় দলের বিপক্ষে সে এমন ইনিংস খেলতে পারবে না’। এখানে পরোক্ষভাবে বাংলাদেশকে ‘ছোট দল’ বলেন তিনি। তার ওই মন্তব্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ভাল চোখে দেখেনি। কিন্তু এবার তার সমর্থন পেলো অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ হওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। টুর্নামেন্ট চলাকালে এক দলের দুইজন খেলোয়াড়কে এভাবে নিষিদ্ধ করা অযৌক্তিক মনে করছেন তিনি। আজ রাত ৮ টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ইসএপিএনক্রিকইনফো’কে বিশ্লেষণী সাক্ষাৎকার দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। সেখানে তিনি বাংলাদেশের নিষিদ্ধ দুই খেলোয়াড়কে নিয়ে বলেন, ‘আমার মনে হয়, টুর্নামেন্টের মাঝপথে কাউকে বাদ দেয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। আমার মনে হয় না এর কোনো যৌক্তিকতা ছিল। বাংলাদেশের জন্য আমার সমবেদনা রইলো। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানো ক্ষত কাটিয়ে ওটা তাদের জন্য বেশ কঠিনই হবে।’