| সকাল ১১:০৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় শেষ হলো ৪ দিনব্যাপি চতুর্থ কাব ক্যাম্পুরী

 

মুক্তাগাছা প্রতিনিধি : ২০ মার্চ ২০১৬, রবিবার,
বাংলাদেশ স্কাউটস, মুক্তাগাছা উপজেলার উদ্যোগে ৪ দিন ব্যাপি চতুর্থ কাব ক্যাম্বুরী ২০১৬ মহা তাবু জলসার মাধ্যমে সমাপ্তি ঘটলো। শহরের প্রাণ কেন্দ্র নবার্বণ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, উপজেলা মুক্তাগাছার সভাপতি ড. উম্মে আফছারী জহুরা।
শনিবার রাত সাড়ে ৮ টায় অগ্নি শিখা প্রজ্বলনের মাধ্যমে মহা তাবু জলসার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রাথমিক শিৰা অফিসার মোঃ শফিউল হক। এসময় অন্যান্যের মধ্যে আরও উপসি’ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, উপজেলা মুক্তাগাছার সভাপতি ড. উম্মে আফছারী জহুরা, কমিশনার বাংলাদেশ স্কাউটস, মুক্তাগাছা উপজেলা ও মুক্তাগাছা উপজেলা শিৰা অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, এটিএডি সত্যরঞ্জন বর্মন, প্রাথমিক শিৰক সমিতির সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামর্বজ্জামান কামাল।
এএলটি সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিৰা অফিসার মোঃ শফিউল হক, উপজেলা শিৰা অফিসার ও কমিশনার বাংলাদেশ স্কাউটস, মুক্তাগাছা উপজেলা, সহকারী শিৰা অফিসার আবুল কালাম আযাদ, নবার্বণ বিদ্যানিকেতনের প্রধান শিৰক এনামুল হক, প্রাথমিক শিৰক সমিতির সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক কামর্বজ্জামান কামাল, এলটি জামাল উদ্দিন আকন্দ, এলটি আব্দুল কাদের, এলটি আশরাফুল হক প্রমূখ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, মুক্তাগাছা উপজেলার সম্পাদক সিদ্দিকুর রহমান।
সমাপনী অনুষ্ঠান উপলৰে ক্যাম্পুরী মাঠকে নানা রংয়ের বাতি প্রজ্বলন করে মনোরম ভাবে সাজানো হয়। রং বেরংয়ের ফানুস জ্বালিয়ে মুক্ত আকাশে উড়িয়ে দিয়ে ৰনিকের জন্য হলেও আকাশটাকে আলোকিত করে কাব সদস্যরা আনন্দ উলৱাস করতে থাকে। এসময় অতিথিরাও তাদের হাততালি দিয়ে উৎসাহিত করেন।
ক্যাম্পুরীতে অংশ গ্রহনকারী স্কুল গুলো থেকে ৮টি প্রতিষ্ঠানের কাব সদস্যরা দেশাত্ববোধক গান, অভিনয়, শিৰামূলক জারী গান, নৃত্য পরিবেশন করে উপসি’ত অতিথিদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

সর্বশেষ আপডেটঃ ৯:১১ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬