| রাত ৯:২৯ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২২মার্চ নির্বাচন ফুলপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহীরা এগিয়ে

 

স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০১৬, রবিবার,
২২ মার্চ ফুলপুর উপজেলার ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্ল্লাসহ চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থী ও তাদের প্রতীক নিয়ে চুলছেড়া বিশ্ল্লেষণ। ভোর থেকে মধ্য রাত পর্যন- চলছে প্রার্থীদের উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময়, পথসভাসহ বিভিন্ন ধরনের প্রচারণা। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট ও সমর্থন আদায়ের জন্য দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘোরছেন। অধিকাংশ ইউনিয়নেই দলীয় চেয়ারম্যান প্রার্থীকে ডিঙ্গিয়ে বিদ্রোহীরা এগিয়ে রয়েছেন।
উপজেলার ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ২৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ১৮৪ জন। মহিলা ৯৯ হাজার ৮৩৯ জন।
১নং ছনধরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মোঃ উবায়দুল হক (নৌকা), বিএনপি প্রার্থী আবু বকর সিদ্দিক (ধানের শীষ), জাতীয় পার্টির জুলহাস উদ্দিন আহমেদের (লাঙ্গল) মধ্যে ত্রিমুখী লড়াই চলছে।
২নং রামভদ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ দুদু মিয়া (নৌকা), বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকনের (ধানের শীষ) লড়াই হবে। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র ইব্রাহিম খলিল (আনারস)।
৩নং ভাইটকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলা উদ্দিন আহমদ (নৌকা), বিএনপি প্রার্থী আবদুল আহাদ (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আমিনুল হক বাবুল (আনারস), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল ইসলাম রিপনের (ঘোড়া) সমান তালে ভোট যুদ্ধ চলছে।
৪নং সিংহেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ মোঃ শাহা আলী (নৌকা) , বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার (ধানের শীষ), স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী ডাঃ আব্দুল মোতালেব (ঘোড়া), আবুল বাসার মুহাম্মদ মামুন (আনারস), এমদাদুল ইসলাম (লাঙ্গল)। তবে এখন পর্যন- বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর মাঝেই ভোট যুদ্ধ চলেছে।
৫নং ফুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন :- আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান রানা (নৌকা), স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার (আনারস), রেজাউল হক ফকির রাসেল (মোটর সাইকেল), বিএনপি প্রার্থী মাদিউর রহমান মাহাদী (ধানের শীষ), স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম (চশমা), মোঃ আবুল কালাম (ঘোড়া), জাতীয় পার্টির মাহফুজুর রহমান (লাঙ্গল)। তবে গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত সাংবাদিক জাহাঙ্গীর আলম এখন পর্যন- ভোট যুদ্ধে এগিয়ে রয়েছেন।
৬নং পয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন :- আওয়ামী লীগ প্রার্থী মোঃ এনামুল কবির (নৌকা), বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান আবু মন্নাফ (আনারস), হাবিবুর রহমান হাবিব (ঘোড়া)।
৭নং রহিমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ একরামুল হোসেন চৌধুরী (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান শামছুল আলম খান (আনারস), আওয়ামী লীগ প্রার্থী আবু ছাইদ সরকারের (নৌকা) ত্রিমূখী লড়াই চলছে।
৮নং রূপসী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী মোস-াক সরোয়ার নিপুন (ঘোড়া), আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহ্‌ সুলতান চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন তালুকদার (আনারস), স্বতন্ত্র ফজলুল করিম খান (মোটর সাইকেল)। তবে এখন পর্যন- বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর মাঝেই লড়াই চলছে।
৯নং বালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন :- বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান আজাহারুল মোজাহীদ সরকার (ধানের শীষ), আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম দেওয়ান (আনারস), আনিস উদ্দিন বেগ (ঘোড়া), আলকাছ উদ্দিন (লাঙ্গল)। তবে এখন পর্যন- বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন।
১০নং বওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিরা হলেন :- আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদ (নৌকা), বিএনপি প্রার্থী মোস-াফিজুর রহমান (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল ফজল তালুকদার (ঘোড়া), মাহবুব আলম (আনারস), গোলাম মাওলা তালুকদার (চশমা)। তবে এখন পর্যন- আওয়ামী লীগ প্রার্থীর সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থীর লড়াই চলছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬