বাকৃবিতে ইনস্পেশন ওয়ার্কশপ অন এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) মার্চ ২০ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্পেশন ওয়ার্কশপ অন এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব (ASMIH) ) বাংলাদেশ’ শীর্ষক দু’দিন ব্যাপী (২০-২১ মার্চ ২০০৬) এক কর্মশালা কৃষি অনুষদীয় কনফারেন্স র্বমে গত ২০ মার্চ ২০১৬ রবিবার অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মোঃ মনজুর্বল আলমের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
কর্মশালায় অন্যান্যের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. আলম সি হেনসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. প্রশান্ত কে কালিতা, এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর মোঃ আব্দুর রশিদ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সংস’ার শতাধিক প্রতিনিধি উপসি’ত ছিলেন।