| রাত ১:৪২ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সিধলা ইউনিয়নে আ”লীগের নির্বাচর্নী ক্যাম্প ভাংচুরের অভিযোগ

ভ্রাম্যমান প্রতিনিধিঃ ২০ মার্চ ২০১৬, রবিবার,

শনিবার রাতে কে বা কারা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বালিজুড়ী গ্রামে আ”লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের (নৌকা প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্পের নৌকা প্রতীকসহ বেশ কিছু চেয়ার এলোমেলো করে ফেলে রেখে যায়। সকালে স’ানীয় লোকজন অফিসে এসে দেখে অফিসের সব চেয়ার এলোমেলো অবস’ায় পড়ে আছে। তবে কোন চেয়ার ভাংচুর করা হয়নি। এ ঘটনায় স’ানীয় আ”লীগ কর্মীদের মাঝে ৰোভের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনা স’ল পরিদর্শন করেছেন।
এদিকে আ”লীগ মনোর্নীত প্রার্থী জয়নাল আবেদীন (চশমা প্রতীক) এ প্রতিবেদককে জানান স্বতন্ত্র প্রাথী সামছুদ্দিন ও তার লোকজন এ কর্মকান্ড ঘটিয়ে থাকতে পারে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শেখ সামছুদ্দিন সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককের কাছে এ ঘটনার কথা অস্বীকার করে বলেন এ ধরনের ঘটনার সাথে আমি ও আমার সমর্থকরা কোন ভাবেই জড়িত না ।
গৌরীপুর থানার ও সি আখতার মোর্শেদ জানান, নির্বাচর্নী ক্যাম্প ভাংচুর বলতে যা বুঝায় সে রকম কিছু ঘটেনি শুধু অফিসের কিছু চেয়ার এলোমেলো অবস’ায় পড়ে ছিল এবং সাইটের কিছু কাপড় খোলা ছিল। তিনি আরো জানান এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বা তদন্ত পূর্বক ব্যাবস’া নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৭ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬