| রাত ৮:৫৯ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০১৬, রবিবার |

সরকার প্রতিশ্রুত ৮ম বেতনস্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-কর্মচারীরা।
রোববার দুপুরে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়|পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার সুলতান আহমেদ, জেলা সভাপতি জি এম এম মোফাছছেরুর রহমান, সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক টি আই এম বদরুদুল্লাহ সিদ্দিক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মো. জালাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৮ম বেতনস্কেলে অন্তর্ভূক্ত করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬