| দুপুর ২:০০ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় কাল বৈশাখী ঝড়, ঘর চাপায় একজন নিহত, অসংখ্য ঘর ও গাছ বিধ্বস্ত

নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের উপর দিয়ে রবিবার গভীর রাতে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঘরের নীচে চাপা পড়ে উপজেলার শিবপুর গ্রমের নবী হোসেনের ছেলে আবদুর রশিদ(৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও পূর্বধলা ইউএনও নূর হোসেন আজ রোববার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ২টার দিকে জেলার হুগলা ইউনিয়নের শিবপুর, বিকুনীয়, মেঘমিমূল, শেওলা, পূর্ব বিকুনীয়া, পাগলাকান্দাসহ ৭-৮টি গ্রামের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সময় শিবপুর গ্রামের আবদুর রশিদ ঘরের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঝড়ে ওই সমস্ত গ্রামের অসংখ্য কাঁচা আধাপাকা ঘর বিধস্ত, গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে। ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই সমস্ত গ্রামে পল্লী বিদ্যুৎ লাইনের তার ছিড়ে যায়। এতে করে ওই সমস্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝরে পড়ে আমের মুকুল।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ঝড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বধলা ইউএনওকে
এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১২:১৫ অপরাহ্ণ | মার্চ ২০, ২০১৬