প্রতিবন্ধী শিশু আলমকে নিয়ে বিপাকে তার দাদী ঃ অনাহারে অর্ধাহারে দিন কাটছে
তিলক রায় টুলু, ১৯ মার্চ ২০১৬, শনিবার,
বর্তমান প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের কল্যাণে সর্বাত্মক চেষ্টা করছেন। ঠিক সেই মহুর্তে অসহায় এক আলম নামে ৮ বছরের এক প্রতিবন্ধী শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন তার দাদী। এতিম প্রতিবন্ধী শিশুকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তার। প্রতিবন্ধীদের জন্য দেয়া সরকারের সকল সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে প্রতিবন্ধী এ শিশুটি।
নেত্রকোনা জেলা পুর্বধলা উপজেলার ভুগী গ্রামে দাদী আছিয়া খাতুনের সাথে থাকেন প্রতিবন্ধী আলমকে নিয়ে। দাদী আছিয়া খাতুন জানান, তার সতিনের ছেলের দিকে নাতি আলম। আলমের দাদা মাত্র ২বছর বয়সে প্রতিবন্ধী এ শিশুটিকে লালন পালনের জন্য তার কাছে রেখে যায়। এরপর থেকে আলমের কোন খোজ খবর নেয়নি কেউ। সেই থেকে সে অন্যের বাড়িতে কাজ করে এ শিশুটিকে লালন পালন করে আসছে। এখন শিশুটি বড় হয়েছে তাকে কোলে করে নিয়ে চলাফেরাও করতে পারেন না অসহায় দাদী। প্রতিবন্ধী শিশুটির জন্য জর্বরী প্রয়োজন একটি হুইল চেয়ার। হুইল চেয়ার কেনার সামর্থও নেই দাদীর। অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন চলছে তাদের।
আছিয়া খাতুন আরো জানান, স্বামীর সংসার না করে তিনি থাকেন বাবার সংসারে। তার উপর সারাদিনের সঙ্গী এ প্রতিবন্ধী শিশু এ নিয়েও তাকে অনেক কথা শুনতে হয়। শিশুটি লালন পালন করতে করতে এক সময় শিশুটির প্রতি তার মায়া জন্মে গেছে। কিন’ শিশুটির লালন পালনের জন্য সরকারী সাহায্য একান্ত প্রয়োজন। কিন’ সরকারী কোন ধরনের সাহায্য না পেয়ে সে হতাশ। তার দাবী প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারী বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকলেও এ শিশুটি সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সাহায্যের জন্য অনেকের কাছে গিয়ে কিছু না পেয়ে এখন সে ক্লান্ত। তাই প্রতিবন্ধী শিশুটির জীবন বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশিৱষ্ট বিভাগের হস্তৰেপ কামনা করছেন তার দাদী। ##