| সকাল ১১:০৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আদালত কর্তৃক রিসিভারের সম্পত্তি থেকে জোর করে মাছ ও ফসল লুট

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার বালিয়া গ্রামে আদালত থেকে রিসিভার (বর্গা) দেয়া সম্পত্তিতে বিবাদীরা জোরপুর্বক প্রবেশ করে পুকুরে মাছ ও ফসল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বালিয়া গ্রামের মৃত গণির উদ্দিনের পুত্র রিয়াজ উদ্দিনের সাথে একই গ্রামের মোঃ হযরত আলী ফরাজী গংদের ২.০৬ একর জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ ব্যাপারে আদালতে মোকদ্দমা হলে বিজ্ঞ আদালত উক্ত জমির উপর বর্গাদার (রিসিভার) নিয়োগ করেন। মুক্তাগাছা থানা পুলিশ গত ২৩/১২/২০১৬ ইং তারিখ বাহাদুর গ্রামের মৃত শের মামুদের পুত্র মোঃ আব্দুল কাদেরকে রিসিভার নিয়োগ করেন। আব্দুল কাদের রিসিভার পাওয়ার পর বিবাদী হযরত আলী গংরা প্রায় তাকে হুমকি দিয়ে আসছিল। গত ১৮/০৩/২০১৫ ইং তারিখ সকাল ৯টায় হযরত আলী গংরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া রিসিভারকৃত সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে পুকুরে সেচ দিয়ে ২০ হাজার টাকার মাছ লুট করে নেয় এবং রিসিভারের আবাদকৃত ১.২৫ সম্পত্তিতে খেসারি কালাই ফসল তোলে লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আব্দুল কাদের বাদী হয়ে মুক্তাগাছায় থানায় একটি অভিযোগ দায়ের করে।

 

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০১৬