গৌরীপুরে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে ১৪ প্রার্থীকে জরিমানা

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, গৌরীপুর (ময়মনসিংহ)১৯ মার্চ ২০১৬, শনিবার,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউপি নির্বাচনে আচরন বিধি লংঘনের দায়ে গত ৪ দিনে চেয়ারম্যান প্রার্থী সহ ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রাশেদা আক্তার। গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মনির উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী বেপারী, ভাংনামারী ইউনিয়নের হাজী মোঃ সোলায়মানের ছেলে মোজাম্মেল হক, মাওহার ইউনিনের চেয়ারম্যান প্রার্থী মোঃ আঃ রাজ্জাকের ছেলে আল ফার্বক, অচিন্তপুরের শহিদুলৱার ছেলে এমদাদুল, ডৌহাখলার তাতকুড়ার মৃত আলকাছ আলীর ছেলে মোঃ আঃ রশিদ, মোঃ আঃ রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম, ইস্পিঞ্জাপুরের মৃত দিনেন্দ্র চন্দ্র দত্তের ছেলে উৎপল দত্ত, ডৌহাখলা গ্রামের মোঃ রজব আলীর ছেলে আজিজুল হক, বৃ-ডৌহাখলার মৃত আবেদ আলীর ছেলে মোঃ মুশ্রব আলী প্রত্যেককে ১ হাজার টাকা করে, চুড়ালীর মৃত ইয়াকুব আলীর ছেলে আঃ সাত্তারকে ২ হাজার টাকা, দাড়িয়াপুর গ্রামের আঃ জলিলের ছেলে আঃ হেলিমকে ১০ হাজার টাকা ও শুক্রবার রাতে মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদকে (ধানের শীষ) ১০ হাজার টাকা, সাধারন সদস্য প্রার্থী শামছুল আলম, রফিকুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।