| দুপুর ১:২৪ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মদনে নির্বাচনী মিছিলে হামলা, আহত ৫

 

মদন(নেত্রকোনা)সংবাদদাতা: ১৯ মার্চ ২০১৬, শনিবার,

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামের আজিজুলের বাড়ির সামনে রাস্তায় শুক্রবার রাতে নৌকার মিছিল নিয়ে যাবার সময় অতর্কিত ভাবে কতিপয় বি.এন.পির লোকজন মিছিলের উপর হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে গোবিন্দশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শওকত আলী (২৮) সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে শওকতের অবস’া আশঙ্কাজনক থাকায় তাকে দ্রুত মদন হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা স’ানীয় পল্লী ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের ভর্তি আহত যুবলীগ নেতা শওকত আলী জানান, শুক্রবার রাত ৮টার দিকে কদমশ্রী সকাল বাজার থেকে শতাধিক লোক একটি নৌকার মিছিল নিয়ে মনিকা কান্দা বাড়ীর যাবার উদ্দ্যেশে রওনা হয়ে মনিকা আজিজুলের বাড়ির সামনে পৌছতেই বি.এন.পি নেতা আজিজুল ও মাসুম ডাক্তার সহ ৫/৬ জন ইট পাটকেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আমি সহ একই গ্রামে সুহেল,মাসুদ,মনু মিয়া ও সেকুল আহত হয়। এ ব্যাপারে মদন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার তদন-কারী কর্মকর্তা এস.আই মাফুজ মিয়া জানান, মিছিলে হামলার ঘটনা শনিবার মিলন মিয়া বাদি হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০১৬