ত্রিশালে ৪দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প শুরু সোমবার
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস, ১৯ মার্চ ২০১৬, শনিবার,
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সের আয়োজনে আগামী ২১ মার্চ থেকে শুর্ব হচ্ছে ৪দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প।
উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে সকল পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিহুর রহমান জানান, শুধুমাত্র বিবাহীতা ৩০ বছরের উর্দ্ধের সকল মহিলাদের জরায়ু মুখ পরীক্ষা ও স্তন ক্যান্সার পরীক্ষা করে চিকিৎসা প্রদান করা হবে। এতে রোগীর কোন প্রকার টাকা-পয়সা লাগবেনা। তিনি আরো জানান, ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপৱক্সে কর্মরত সকল মাঠকর্মীদের মাধ্যমে প্রচারনা চালানো হয়েছে এবং এ ব্যাপারে তিনি সকল সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।