| বিকাল ৩:৩৫ - শনিবার - ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন বারহাট্টায় বিএনপিতে প্রার্থীতা নিয়ে বিরোধ

নেত্রকোনা প্রতিনিধি ঃ১৯ মার্চ ২০১৬, শনিবার,

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে জেলার বারহাট্টা উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। দলীয় প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে কাজ কথা বললেও প্রার্থীতা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
উপজেলার রায়পুর ইউনিয়নে বিএনপি দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হয়ে কাজ করছেন বারহাট্টা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান উপজেলা বিএনপির সম্মানীত সদস্য শেখ ওয়ারেছ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ ফকির, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফকির মশিউর রহমান রতন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবদুল হান্নান। ওই প্রার্থীদের সকলের দাবী দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া। অন্যদিকে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওই ইউনিয়নের সাবেক সদস্য কিতাব আলী নিজেকে বিএনপির সদস্য দাবী করে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। নিজের এবং তার কর্মী সমর্থকদের দাবী তিনি ২০১০সালে বিএনপির সদস্য পদ লাভ করে বিএনপির পক্ষে কাজ করছেন। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফকির মশিউর রহমান রতন বলেন, দলীয় মনোনয়ন নিয়ে কিছুলোক বিরোধীতা করছে। ওই সমস- লোকের সাথে আমি নেই। আমি নিজেও একজন প্রার্থী, কারো পক্ষে বিপক্ষে জোটবদ্ধ হয়ে কাজ করার সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে আমি তার হয়েই কাজ করব।
কিতাব আলী নিজেকে বিএনপির সদস্য দাবী করে বলেন, বহু আগে জাতীয় পার্টি করতাম। এখন বিএনপির রাজনীতিতে স্বক্রীয় হয়ে কাজ করছি। দলের কয়েকজন নিজেরা দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে আমার বিরোধীতা করছে।
রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, বিএনপি একটি বড় দল। দলে একাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। অনেকেই কিতাব আলীর পক্ষে আবার কেউ কেউ বিপক্ষে অবস’ান নিয়েছেন।
বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বলেন, ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে। কিতাব আলী আগে জাতীয় পার্টি করতেন, এখন করেননা। তিনি এবং তার ছেলেরা বিএনপির রাজনীতির সাথে স্বক্রীয়ভাবে জড়িত।

সর্বশেষ আপডেটঃ ৭:২৪ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০১৬