কবি নজরুল বিশ্ববিদ্যালয় নির্বাহী প্রকৌশলীর মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষনা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ১৯ মার্চ ২০১৬, শনিবার,
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাহাত জাহান শাকিল (৩৬) গত শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে ময়মনসিংহে নিজ বাসভবন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিলৱাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং বাদ জোহর আনন্দমোহন সরকারী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ে গুলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম শামসুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ফজলুল কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জন সংযোগ কর্মকর্তা) এএসএম হাফিজুর রহমান জানান, রাহাত জাহান শাকিলের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পৰ থেকে ৩ দিনের শোক দিবস ঘোষণা করা হয়। ২১ মার্চ সোমবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহ্ফিল আয়োজন করা হয়েছে।