| সন্ধ্যা ৭:০১ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার, ১৯ মার্চ ২০১৬, শনিবার,
ময়মনসিংহে এন্টারপ্রিনিয়রশীপ ডেভেলমেন্ট এন্ড বিজনেস ম্যানেজমেন্ট অফ লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট শীর্ষক ৫ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মাসকান্দা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নাসিব কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গণী শোভন। নাসিব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যৰ গোলাম সরওয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান বেলাল, বিসিক ময়মনসিংহের ডিজিএম শাহ নুরুবজ্জামান, প্রশিক্ষক শাহ আহমেদ আলী। লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (এলইপিবিপিসি) ও জাতীয় ক্ষুদ্‌্র ও কুঠির শিল্প সমিতি বাংলাদেশ আয়োজিত ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবদুল হামিদ।

সর্বশেষ আপডেটঃ ৭:০৩ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০১৬