শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৯ মার্চ ২০১৬, শনিবার,
শিশু হত্যা, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে সমন্বিত বিদ্যালয় নাট্য দল নেত্রকোনার উদ্যোগে আজ শনিবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুল সংলগ্ন মোহনগঞ্জ- নেত্রকোনা সড়কে বেলা ১২টা থেকে ১৫ মিনিট মানববন্ধন কর্মসূচীতে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন সড়কের দুই পাশে দাড়িয়ে অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে রাজুর বাজার কলেজিয়েট স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম মোফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নারী নেত্রী বেগম রোকেয়া, শিক্ষক মজিবুর রহমান, মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন খান রুবেল প্রমুখ