| সকাল ৭:১৪ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে আগুন

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৮ মার্চ ২০১৬, শুক্রবার,

জেলার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা গ্রামে বৃহস্পতিবার শেষ রাতে কীর্তন চলাকালে মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় স’ানীয় কয়েক যুবক হরিমন্দিরের পাশে এক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন। কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা গ্রামে হরিমন্দিরে গত মঙ্গলবার থেকে কীর্তন উৎসব শুরু হয়। ওই উৎসবে বৃহস্পতিবার মধ্যরাতে স’ানীয় কয়েক উশৃংখল যুবক যায়। তারা এ সময় কীর্তনে আসা মেয়েদের উত্যক্ত করছিল। মন্দির কমিটির সদস্য মনোরঞ্জন তালুকদারের চাচাত ভাই সুভাষ তালুকদার ওই যুবকদের বাধা দেন। এতে যুবকরা ক্ষিপ্ত হয়ে মন্দিরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে মন্দিরে উপসি’ত লোকজনের বাধার মূখে তারা চলে যায়। কিছুক্ষন পর মন্দিরের পাশে কীর্তন উৎসব কমিটির সদস্য মনোরঞ্জন তালুকদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী অনেক চেষ্টা করে আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে কীর্তনীয় দলের বাদক সমীরন হাজংয়ের হাতে আগুন লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস’লে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৮ অপরাহ্ণ | মার্চ ১৮, ২০১৬