কিশোরগঞ্জে পুনাকের প্রতিবন্ধী শিশু উৎসব
কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৮ মার্চ ২০১৬, শুক্রবার,
জাতীয় শিশু দিবস উদযাপনকে উপলক্ষে করে অন্যরকম আনন্দে মাতোয়ারা হলো কিশোরগঞ্জের প্রতিবন্ধী শিশু শিৰার্থীরা। রঙতুলি নিয়ে কেউ ব্যস্ত হয়ে পড়ে আঁকা-জোকায়। আবার কেউ বা নিমগ্ন হয় সুরের কার্বকাজে। তাদের রঙতুলিতে ছোপছাপ আর সুরের লহরী শহরের রাকুয়াইল এলাকায় সুইড প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে এনে দেয় উৎসব আমেজ। প্রতিবন্ধী শিশুদের স্বতঃস্ফূর্ত ও সাবলিলতা মুগ্ধ করে অনুষ্ঠানের অতিথিদেরও। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কিশোরগঞ্জ জেলা শাখা শুক্রবার সকালে এই শিশু উৎসবের আয়োজন করে। সুইড বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক কিশোরগঞ্জের সভানেত্রী উম্মে সালমা মুন্নী। অনুষ্ঠানে পুনাক কিশোরগঞ্জের সহ-সভানেত্রী ফারজানা রহমান, সাধারণ সম্পাদিকা তাহমিনা আফরোজ তানি ও নারী নেত্রী বিলকিস বেগম অতিথি হিসেবে উপসি’ত ছিলেন। প্রতিবন্ধী শিশুদের প্রতিভা বিকাশের জন্য নিবিড় পরিচর্যার বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথি উম্মে সালমা মুন্নী বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি আমাদের ইতিবাচক মনোভাব খুব জরুরী। আমাদের নিজেদের প্রয়োজনেই তাদের জন্য সর্বোত্তম সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ সময় প্রধান অতিথি পুনাকের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের অনুদান হিসেবে নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।